দৌলতপুরে বিএনপি জাসদ ও জাতীয় পার্টি সমর্থিত প্রার্থীদের ভোটবর্জন

 

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদের নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রভাব বিস্তার ভোট কেন্দ্র দখল, ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধাপ্রদান ও নেতা কর্মীদের ওপর আওয়ামী প্রার্থীর ক্যাডারদের হামলার কারণে দৌলতপুরে বিএনপি, জাসদ ও জাতীয় পার্টি সমর্থিত প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

গতকাল রোববার বেলা ১১টায় জাতীয় পার্টি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান আলী আকবর আল্লারদর্গায় নিজ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে দৌলতপুর আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী সমর্থিত প্রার্থী আওয়ামী লীগ একাংশের যুগ্মআহ্বায়ক ফিরোজ আল মামুনের ক্যাডারবাহিনী কর্তৃক ভোটকেন্দ্র দখল, তার নির্বাচনী এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া এবং জোর করে হেলিকপ্টার প্রতীকে ভোট মেরে নেয়ার প্রতিবাদে ভোট বর্জনের ঘোষণা দেন। বেলা ২টার দিকে ১৯ দল ও বিএনপি সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল হক মঙ্গল সরকার তারাগুনিয়া দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভোটকেন্দ্র দখল, ভোটকেন্দ্রে যেতে বাধাপ্রদান ও নেতা-কর্মীদের ওপর আওয়ামী প্রার্থীর ক্যাডারদের হামলার কারণে ভোট বর্জনের ঘোষণা দেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা উপস্থিত ছিলেন। বেলা সাড়ে ৩টায় জাসদ সমর্থিত প্রার্থী উপজেলা জাসদের যুগ্মআহ্বায়ক কেন্দ্রীয় যুবজোটের যুগ্মসাধারণ সম্পাদক শরিফুল কবীর স্বপন দৌলতপুর থানা বাজার কার্যালয়ে একই কারণে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।