দামুড়হুদার জাহাজপোতার রাস্তার ওপরে কালভাটটি ভেঙে পড়েছে : দুর্ঘটনার আশঙ্কা

 

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের জাহাজপোতা গ্রামের পাকা রাস্তার ওপরে নির্মিত কালভাটটি ভেঙে পড়েছে। দশ চাকার ট্রাক যাতায়াতের কারণে কালভাটটি ভেঙে পড়ে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

জানা গেছে, দামুড়হুদার জাহাজপোতা গ্রামের ইউনুস আলীর বাড়ির সংলগ্নে ৩ বছর আগে এ কালভাটটি নির্মাণ করা হয়। এ রাস্তা দিয়ে ছোটখাটো যানবাহন চলাচলের নিয়ম থাকলেও সবচেয়ে ভাড়ি যানবাহন দশ চাকার ট্রাক প্রায় যাতায়াত করে থাকে। সম্প্রতি এই ভাড়ি যানবাহন হুদাপাড়া গ্রামের ফকির আলীর ভুট্টা নিয়ে যাওয়ার সময় কালভাটটি ভেঙে পড়ে। সপ্তাখানেক আগে কালভাটটি ভেঙে পড়ায় ছোটখাটো যানবাহন চলাচলকারীদের ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে। গ্রামের গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন শ শ যানবাহনসহ সাধারণ জনগণ চলাচল করে থাকে। কালভাটটি পুনর্নির্মাণ করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি দেয়া প্রয়োজন।