নারী সংসদ সদস্যদের শপথ নিচ্ছেন আজ

স্টাফ রিপোর্টার: দশম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৮ সংসদ সদস্য শপথ নেবেন আজ রোববার। বেলা ১১টার দিকে সংসদ ভবনের শপথ কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। অনুষ্ঠিতব্য এ শপথগ্রহণ অনুষ্ঠানে আওয়ামী লীগের ৩৮, জাতীয় পার্টির ৫, ওয়ার্কার্স পার্টির ১, জাসদের ১ এবং স্বতন্ত্র জোটের ৩ জন শপথ নেবেন। এর আগে বুধবার ৪৮ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে বৃহস্পতিবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। দশম জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন গাংনীর সেলিনা আখতার বানু। আজ বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সেলিনা আখতার বানুসহ আওয়ামী লীগের ৩৮, জাতীয় পার্টির ৫, ওয়ার্কার্স পার্টির ১, জাসদের ১ এবং স্বতন্ত্র জোটের ৩ জন নারী সংসদ সদস্য শপথ গ্রহণ করবেন। সেলিনা আখতার বানু সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য ও সাবেক এমপি গাংনীর মহম্মদপুর গ্রামের প্রয়াত নুরুল হকের মেয়ে। তিনি গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক। সেলিনা আখতার বানুসহ ৩৮ জনকে মনোনয়ন দেয় বাংলাদেশ আওয়ামী লীগ।