নতুন উপগ্রহ চিত্রে নিখোঁজ বিমানের ভগ্নাংশ!

 

মাথাভাঙ্গা মনিটর: মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, চীন ভারত মহাসাগরে এমন একটি বস্তুর উপগ্রহ চিত্র পাওয়া গেছে যা নিখোঁজ বোয়িং-৭৭৭ বিমানটির ভগ্নাংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গতকাল শনিবার সন্ধ্যায় মালয়েশিয়া সরকারের পরিবহন মন্ত্রী হিশামউদ্দিন হোসেন তার নিয়মিত প্রেসব্রিফিংকালে বলেন, ওই নতুন উপগ্রহ চিত্রে প্রায় ২২ মিটার দীর্ঘ একটি বস্তু দেখা যাচ্ছে। তিনি জানান, চীন সরকার এখন উপগ্রহ চিত্রগুলো পরীক্ষা করে দেখছে। ভারত মহাসাগরের দক্ষিণ দিকে একটি জায়গায় ওই বস্তুটি খুঁজে পাওয়া গেছে বলে বলা হয়েছে। বলা হচ্ছে, এটি দু সপ্তা আগে ২৩৯ জন যাত্রী নিয়ে নিখোঁজ হওয়া মালয়েশিয়ান এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭ বিমানটির ভগ্নাংশ হতে পারে। এর কয়েকদিন আগে প্রকাশ করা উপগ্রহ চিত্রে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের পার্থ শহর থেকে প্রায় ১৩শ মাইল দক্ষিণ-পশ্চিমে সাগরে দুটি বস্তু ভাসতে দেখা যায়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট একে নিখোঁজ বিমানটির কি পরিণতি হয়েছে তার প্রথম বিশ্বাসযোগ্য প্রামাণ্য বলে অভিহিত করেছিলেন। এরপর দক্ষিণ ভারত মহাসাগর এলাকায় আন্তর্জাতিক অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়। এ অনুসন্ধানে দীর্ঘ সময় ধরে উড়তে পারে এমন বিমান যোগ দেয়, যাতে আরো কাজ করছে অস্ট্রেলিয়ান নৌবাহিনীর নৌযান এবং কিছু বাণিজ্যিক জাহাজ। অস্ট্রেলিয়ান একজন বৈমানিক বলেছেন, মেঘ ও কুয়াশার জন্য সাগরের দুর্গম ওই এলাকাটির পরিস্থিতি অনুসন্ধানের খুব অনুকূল নয়।