ইসরাইলি সেনাদের গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত

মাথাভাঙ্গা মনিটর: দখলকৃত পশ্চিম তীরে এক হামাস যোদ্ধাকে ধরার অভিযানে এসে গুলি চালিয়ে চার ফিলিস্তিনিকে খুন করেছে ইসরাইলি সেনারা। গত শুক্রবার মধ্যরাতে অভিযানটি চালানো হয় বলে ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়। ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা জেনিন শহরে একটি শরণার্থী শিবিরে হামজা আবু আলহিজা (২৪) নামে এক হামাস যোদ্ধাকে গুলি চালিয়ে হত্যা করেছে। তার গুলিতেও দু সেনা আহত হয়। আলহিজাকে ধরতে অভিযানের সময় লোকজন সেনাদের ওপর পাথর ও পেট্রোল বোমা ছোঁড়তে থাকে। এ সময় গুলিতে আরো তিনজন নিহত হয়। এদিকে হামাস সমর্থকরা ইসরাইলি সেনাদের গুলিতে নিহতদের লাশ নিয়ে পশ্চিম তীরের জেনিন শহরের রাস্তায় বিক্ষোভ করে। এ সময় যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় ইসরাইলের সাথে শান্তি আলোচনা করায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বিরুদ্ধে স্লোগান দেয় তারা। তিনদিন আগেও পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি বালক নিহত হয়েছিলো। জেনিন শহরে এ অভিযানের ঘটনা ২০০২ সালের পর ওই অঞ্চলে নতুন করে সংঘাত সৃষ্টির আভাস দিচ্ছে।

 

Leave a comment