মেহেরপুর হাসপাতাল দালালমুক্ত করতে সদর থানার ওসির অভিযান

 

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেনারেল হাসপাতাল দালালমুক্ত করতে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযান শুরু করেছেন। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে এ অভিযানের সময় হাসপাতাল ছেড়ে পালিয়েছে দালালরা। সদর থানার ওসি শেখ আতিয়ার রহমানের নেতৃত্বে হাসপাতালে অভিযান চালানো হয়। হাসপাতালের ভেতরের বিভিন্ন স্থান ও ওয়ার্ডে তল্লাশি করা হয়। অন্যদিকে জরুরি বিভাগের সামনে রাখা বিভিন্ন যানবাহন সরিয়ে দেয়া হয়।

সদর থানার ওসি শেখ আতিয়ার রহমান জানিয়েছেন, জরুরি বিভাগের সামনে যত্রতত্র মোটরসাইকেল, বাইসাইকেল, ভ্যান-রিকশা ও শ্যালোইঞ্জিন চালিত যানবাহন এবং অস্থায়ী কিছু দোকানপাটের কারণে রোগীরা বিড়ম্বনার শিকার হন। অভিযানে দোকানপাট ও যানবাহন সরিয়ে দেয়া হয়। দালালদের বিষয়ে তিনি আরো বলেন, দালালমুক্ত করতে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় অভিযোগ করেছে। আজকের অভিযানে সবাইকে সতর্ক করা হয়েছে। এরপরে যদি দালালমুক্ত না হয় তাহলে দালালদের ধরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে।