মেহেরপুর পৌর এলাকা ওয়াইফাই জোনের আওতায় আসছে

 

মেহেরপুর অফিস: তথ্য প্রযুক্তির উন্নত রাজ্যে আরো এক ধাপ এগিয়ে যাওয়ার পথে মেহেরপুর পৌরসভা। পৌরবাসীর উন্নত ইন্টারনেট সেবা দিতে ওয়াইফাই জোন সৃষ্টিতে ডিভাইস স্থাপনের কাজ চলছে। এর মধ্যদিয়ে মেহেরপুরবাসীর তথ্য প্রযুক্তি ও যোগাযোগের ক্ষেত্রে সম্ভাবনার নতুন দোয়ার উন্মোচিত হবে।

মেহেরপুর পৌরসভাসূত্রে জানা গেছে, শহীদ সামসুজ্জোহা পার্ক হবে সাইবার জোন। এ সেবার মাধ্যমে কম্পিউটার, ল্যাপটপ ও মোবাইলে দেশি-বিদেশি আত্মীয়স্বজনের সাথে ভিডিও চ্যাটিং, তথ্য আদান-প্রদান, শিক্ষা বিষয়ক গবেষণা, উচ্চ শিক্ষায় সহায়ক তথ্যপ্রাপ্তি, পাঠ্য বই ডাউনলোড ও সামাজিক যোগাযোগের ক্ষেত্রে সৃষ্টি হবে নতুন দিগন্ত। আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যদিয়ে সবার জন্য উন্মুক্ত হবে ওয়াইফাই জোন। মেহেরপুর পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু জানিয়েছেন, এ লক্ষ্যে ডিভাইস বসানোর কাজসহ টেকনিক্যাল কাজ দ্রুত সম্পন্ন করার প্রচেষ্টা চলছে। এর মধ্যদিয়ে মেহেরপুর পৌরসভা প্রথম পৌরসভা হিসেবে ওয়াইফাই জোনের আওতায় আসবে। ই.ওয়াই সফট আইটি সল্যুউশন নামের একটি প্রতিষ্ঠান টেকনিক্যাল সহায়তা করছে। ওই প্রতিষ্ঠানের প্রকৌশলীরা বেশ কয়েকদিন আগে থেকেই পৌর এলাকার বিভিন্ন স্থানে কাজ করে চলেছেন।