চুয়াডাঙ্গার হাতিকাটা গ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রী গর্ভপাত ঘটানোর জন্য চাপ : স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

 

 

স্টাফ রিপোর্টার: অন্তঃসত্ত্বা স্ত্রীকে বারবার গর্ভপাত ঘটনানোর জন্য চাপ দিচ্ছে স্বামী চুয়াডাঙ্গা হাতিকাটা গ্রামের হাকিম। সংসারের অশান্তি সহ্য করতে না পেরে অবশেষে আত্মহত্যার চেষ্টা করেছেন অন্তঃসত্ত্বা স্ত্রী জোছনা খাতুন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নেয়া হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা গ্রামের হাকিমের স্ত্রী বছর দুয়েক আগে মারা যান। পরে একই গ্রামের গনি মোল্লার মেয়ে জোছনাকে বিয়ে করেন। বর্তমানে জোছনা ৫ মাসের অন্তঃসত্ত্বা। কয়েক মাস ধরেই স্ত্রীকে গর্ভপাত ঘটানোর জন্য চাপ দিয়ে আসছেন হাকিম। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে গণ্ডগোল হয়। গতকাল আবারও জোছনাকে গর্ভপাত ঘটানোর জন্য চাপ দেয়া হয় এবং আজেবাজে কথা বলা হয়। এতে ক্ষুব্ধ হয়ে জোছনা গতকাল শুক্রবার সন্ধ্যায় বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালান। তাকে ফায়ার সার্ভিসের গাড়িতে করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে নেয়া হয়।

Leave a comment