Untitled

 

চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনে গভীররাতে দুর্বৃত্তদের হানা

ক্যাশ লুটের চেষ্টা : নৈশপ্রহরী রেজাউলকে উপর্যুপরি কুপিয়ে জখম 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ডিঙ্গেদহের হাইওয়ে ফিলিং স্টেশনের নৈশপ্রহরী রেজাউল হককে উপর্যুপরি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ক্যাশরুম থেকে টাকা লুট করতে ব্যর্থ হয়ে গতরাতে ওই নৈশপ্রহরীকে কুপিয়ে জখম করা হয়। রেজাউলকে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে দুর্বৃত্তদের ধরতে অভিযান চালায় চুয়াডাঙ্গা পুলিশ।

জানা গেছে, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ডিঙ্গেদহের মানিকদিহি এলাকার হাইওয়ে ফিলিং স্টেশনে গতরাত ১২টার দিকে দুই মোটরসাইকেলযোগে ৪/৫ জন দুর্বত্ত হানা দেয়। তারা প্রথমে ৩০ টাকার পেট্রোল কেনার জন্য কর্মচারীদের সাথে ঝোলাঝুলি করে। কর্মচারীরা জানিয়ে দেয়, ৩০ টাকার তেল বিক্রি হয় না। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ক্যাশরুমে ঢোকার চেষ্টা করে। তেলপাম্পের নৈশপ্রহরী ডিঙ্গেদহ মাদরাসাপাড়ার মৃত লোকমান বিশ্বাসের ছেলে রেজাউল হক এতে বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রেজাউলকে উপর্যুপরি কোপায়। রেজাউলের চোয়ালে ও দু পায়ে কোপ লাগে। রেজাউল চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা ফিল্মিস্টাইলে মোটরসাইকেল চড়ে পালিয়ে যায়। এরপর ফিলিং স্টেশনের অন্যান্য কর্মচারী আতঙ্কিত হয়ে পড়েন। আশপাশ গ্রামের লোকজন ছুটে এসে রেজাউলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাইওয়ে ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী খুলনা বিভাগীয় ট্যাংক-লরি মালিক সমিতির সহ-সম্পাদক এসএম তসলিম আরিফ বাবু এ ঘটনার পর দৈনিক মাথাভাঙ্গাকে বলেন দুর্বৃত্তরা ফিলিং স্টেশনের ক্যাশ লুট করার জন্য এসেছিলো। এ ব্যাপারে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান বলেন- খবর পাওয়ার সাথে সাথে জেলার সব গুরত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। দুর্বৃত্তদের ধরতে পুলিশ পদক্ষেপ নিয়েছে।