টুটুল হত্যার বিচারের দাবিতে জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

 

 

চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা কনক আহম্মেদ টুটুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে আলোচনাসভার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি রুবাইত বিন আজাদ সুস্তির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সফি উদ্দিন টিটু, যুগ্মসম্পাদক সাহাবুল ইমরান, ক্রীড়া সম্পাদক ফিরোজ, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু, সদর থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক সুমন রেজা, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক ইকবাল স্বপন, পাঠাগার সম্পাদক আক্তার, জেলা ছাত্রলীগ নেতা পাভেল জোয়ার্দ্দার, রেফায়েত জোসেন রাজীব, ফয়সাল, রানা, লিপু, জীম, রাশেদ, রাসেল, রোমেল, খালিদ, আসাদ, মাসুম, সুইট, রাকিব, নন্দ, আনোয়ার, আরেফিন, রায়হান, কাব্য, তামিম, আমানত প্রমুখ।

বক্তারা টুটুল হত্যাকাণ্ডের সাথে জড়িত পলাতকদের গ্রেফতার করে দ্রুত বিচারের মুখোমুখি করার আহ্বান জানান। আসামিদের দ্রুত গ্রেফতার না করলে জেলা ছাত্রলীগসহ সকল ইউনিট ছাত্রবৃন্দ বৃহত্তর আন্দালন ঘোষণা করবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তামিম হাসান তারেক। প্রেসবিজ্ঞপ্তি।