টিপ্পনী

 

খবর:(কোটচাঁদপুরে গ্রামীণ ব্যাংকের ম্যানেজারের নারী কেলেঙ্কারি)

 

করেন কী স্যার করেন কী স্যার

অফিস মাঝেই বসিয়া,

আপনি নাকি দেন নাকি খুব

পরের লাঙল চষিয়া।

 

আপনি শুনি নাগর হয়ে

প্রেমে  গেলেন মজিয়া,

কিত্তিকলাপ ভালোই করেন

ভালোবাসা ভজিয়া।

 

রসের কথায় পাগল হয়ে

যান কেন স্যার পটিয়া,

এবার দেখুন ধরা খেয়ে

কী সব গেলো ঘটিয়া।

 

-আহাদ আলী মোল্লা