এসএসসি পরীক্ষার্থীর ক্ষুরের পোঁচে আরেক পরীক্ষার্থীর রগ কর্তন

 

 

স্টাফ রিপোর্টার: জীবননগরে এক এসএসসি পরীক্ষার্থীর হাতের রগ কেটে দিয়েছে আরেক পরীক্ষার্থী। কথা কাটাকাটিকে কেন্দ্র করে গতকাল পরীক্ষার শেষ দিনে ক্ষুর মেরে পরীক্ষার্থী পিয়ারাতলা গ্রামের মেহেদী হাসানের বাঁ হাতের রগ কেটে দেয়। এ সময় আরো একজনকে চ্যালাকাঠ দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। অভিযুক্ত আকাশ একই উপজেলার দেহাটী গ্রামের দুলাল মেম্বারের ছেলে। এ ঘটনার পর রক্তাক্ত জখম মেহেদী হাসানকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গার জীবননগর বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় উপজেলার পিয়ারাতলা গ্রামের কাজী সাইফুল ইসলামের ছেলে মেহেদী হাসান ও দেহাটী গ্রামের দুলাল মেম্বারের ছেলে আকাশ। গত ১২ মার্চ পরীক্ষা দিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি শিক্ষককে জানালে অভিযুক্ত আকাশকে লঘু শাস্তি দেন এক শিক্ষক। এতে ক্ষুব্ধ হয়ে আকাশ প্রতিশোধ নেয়ার জন্য ক্ষুর সাথে নিয়ে গতকাল বৃহস্পতিবার পরীক্ষা দিতে আসে। পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে আকাশ ও তার সাথে থাকা কয়েকজন হামলা চালিয়ে মেহেদী হাসানের বাঁ হাতে ক্ষুর মারে। এতে তার হাতের রগ কেটে যায়। মেহেদী হাসানের সাথে থাকা আরিফকেও চ্যালা কাঠ দিয়ে মারধর করা হয়।