মেহেরপুর আকবর আলী স্মৃতি ক্রিকেটে স্বাগতিকরা চ্যাম্পিয়ন

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার গোপালপুর ক্রীড়া একাদশের উদ্যোগে মেহেরপুর বিসিক শিল্পনগরীমাঠে অনুষ্ঠিত আকবর আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে স্বাগতিকরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল বুধবার বিকেলে অনুষ্ঠিত খেলায় টসজিতে প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক গোপালপুর ক্রীড়া একাদশ ১৫ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১২১ রান করে। দলের পক্ষে সোহেল সর্বোচ্চ ৩৪ রান করে। প্রতিপক্ষ সদর উপজেলার আমঝুপি একাদশের আমিরুল ইসলাম ৩টি উইকেট লাভ করে।

জবাবে খেলতে নেমে আমঝুপি একাদশ ১৪ ওভাবে সবকটি উইকেট হারিয়ে  ৯৬ রান করে। দলের পক্ষে আতিক সর্বোচ্চ ৪৪ রান করেন। গোপালপুর ক্রীড়া একাদশের রবি একাই ৬টি উইকেট লাভ করেন।

খেলায় গোপালপুর ক্রীড়া একাদশের রবি ব্যক্তিগত ২৬ রান ও ৬ উইকেট দখল করায় ম্যান অব দ্য ম্যাচ এবং ব্যক্তিগত ১৪২ রান ও ৯টি উইকেট লাভ করায় আমঝুপি একাদশের আতিক ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন। খেলা শেষে আকবর আলীর ছোটভাই গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন। গোপালপুর ক্রীড়া একাদশের সভাপতি খাইরুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহাসিন আলী।