আশা বাঁচিয়ে রাখলো জিম্বাবুয়ে

স্টাফ রিপোর্টার: প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরে গেলেও নেদারল্যান্ডসকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রেখেছে জিম্বাবুয়ে। প্রথম পর্বের ‘বি’ গ্রুপে ‍দু ম্যাচ খেলে ‍দু দলেরই সংগ্রহ ২ পয়েন্ট করে। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ১৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় নেদারল্যান্ডস। তবে শেষ মুহূর্তে বিতর্কিতভাবে দলে সুযোগ পাওয়া টম কুপারের ঝড়ো ব্যাটিং ৫ উইকেটে ১৪০ রান এনে দেয় ডাচদের। ৭২ রানে অপরাজিত থাকা কুপারের ৫৮ রানের ইনিংসে ছিলো ৯টি চার ও একটি ছক্কা। দ্বিতীয়-সর্বোচ্চ ২০ রান বেন কুপারের। ২৪ রানে ২ উইকেট নেন অফস্পিনার প্রসপার উৎসেইয়া। জবাবে ইনিংসের শেষ বলে ভুসি সিবান্দার ছক্কা লক্ষ্যে পৌঁছে দেয় জিম্বাবুয়েকে। দলকে জয় এনে দিতে বড় অবদান ছিল অধিনায়ক ব্রেন্ডন টেইলর (৩৯ বলে ৪৯), হ্যামিল্টন মাসাকাদজা (৪৫ বলে ৪৩) ও শন উইলিয়ামসের (১৯ বলে ২৬)।