পাকিস্তানে মর্টার সেল বিস্ফোরণে নিহত ৬

 

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের উত্তর ওয়ারিজিস্তানের সাওয়াল জেলায় মর্টার সেল বিস্ফোরণে কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। গতকাল বুধবার সকালের দিকে এ বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে। বিস্ফোরণে ৪ জন নারী,  ১ জন পুরুষ ও একটি শিশু নিহত হয়। বিস্ফোরণটি আফগান-পাকিস্তান বর্ডারের কাছে পাকিস্তানের মিরানশাহ থেকে ৫৫ কিলোমিটার দূরে সাওয়াল জেলার একটি উপজাতি অধ্যুষিত এলাকায় সংঘটিত হয়।