স্টাফ রিপোর্টার: টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। গতকাল বুধবার শ্রীলঙ্কাকে ৩৩ রানে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছিলো ক্যারিবীয়রা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে ১৭২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৬০ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান ডোয়াইন স্মিথ। তার ৪৫ বলের ইনিংসে ছিল ৮টি চার ও ২টি ছক্কা। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইলের অবদান অবশ্য মাত্র ১২ রান। ৩১ বলে দ্বিতীয়-সর্বোচ্চ ৪৩ রান ডোয়াইন ব্রাভোর। শেষ দিকে অধিনায়ক ড্যারেন স্যামির ১৪ বলে অপরাজিত ৩০ রানের ঝড়ো ইনিংস পৌনে দু শ’র কাছাকাছি পৌঁছে দেয় ওয়েস্ট ইন্ডিজকে। ২০ রানে দু উইকেট নেন বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ।
জবাবে ১৮ রানে দু উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া শ্রীলঙ্কাকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছিলেন তিলকরত্নে দিলশান। কিন্তু তিনি ৩৬ বলে ৪৩ রান করে আউট হয়ে যাওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯ ওভার ২ বলে ১৩৯ রানে অল আউট হয়ে যায় টি-টোয়েন্টি ৱ্যাঙ্কিঙের এক নম্বর দলটি।