টিপ্পনী

 

খবর:(একদিনের মাথায় ৭২ বিঘা জমির কেরুজ আখ পুড়ে ছাই)3

 

ব্যাপার কী হে ব্যাপার কী হে

আখ দিলে সব পুড়িয়ে,

ময়লা পচা কালি ঝুলি

কী হবে আর কুড়িয়ে।

 

কেরুর পিঠে কিল বসিয়ে

দিলে মাজা গুঁড়িয়ে,

পুড়ো কেরুর পায়ে দরদ

হাঁটছে খালি খুঁড়িয়ে।

 

আখ পুড়িয়ে হচ্ছে ভালোই

নিচ্ছো শরীর জুড়িয়ে,

আমজনতা ক্ষেপলে বাবা

দু ঠ্যাঙ দেবে উড়িয়ে!

 

-আহাদ আলী মোল্লা