ঝিনাইদহের কালীগঞ্জ শহরে একটি আবাসিক হোটেল থেকে ১টি পিস্তল উদ্ধার

 

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের মেন বাসস্টান্ডে শাহি আবাসিক হোটেল থেকে ১টি পিস্তল উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে হোটেলটির ১৪ নং কক্ষ থেকে বিজিবি এ অস্ত্র উদ্ধার করে। তবে তারা কাউকে গ্রেফতার করতে পারেনি।

কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মনির হোসেন জানান, চুয়াডাঙ্গার বিজিবি গোপনসূত্রে খবর পেয়ে কালীগঞ্জ শহরের শাহি আবাসিক হোটেলে তল্লাশি চালায়। তল্লাশিকালে ১৪ নম্বর কক্ষ থেকে তারা ১টি পিস্তল উদ্ধার করে। আজ দুপুরে জনৈক ব্যক্তি হোটেলটির ওই কক্ষটি ভারা নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে সে আগেই পালিয়ে যেতে সক্ষম হয়। এ অভিযানের নেতৃত্ব দেন লে. কর্ণেল এসএম মনিরুজ্জামান। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।