চুয়াডাঙ্গার হিজলগাড়ি বাজারে দু তেলব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দু তেল ব্যবসায়ীকে জরিমানা করেছেন। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় মুদির দোকানে পেট্রোল বিক্রির অপরাধে আদালত মুদিব্যবসায়ী হক স্টোরের স্বত্বাধিকারী মহিউদ্দিন এবং আবুল হোসেনকে পেট্রোল বিক্রি আইনে ৫শ টাকা করে জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা কালেকটর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোখলেছুর রহমান।