চুয়াডাঙ্গায় ৩ দিনব্যাপি শিশু আনন্দমেলা ও জেলা বইমেলা অনুষ্ঠানে জেলা প্রশাসক

 

বঙ্গবন্ধুর আদর্শ ও দেশপ্রেমে সকলকে উদ্বুদ্ধ করতে হবে

দামুড়হুদা প্রতিনিধি: পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সঙ্গীত ছেলে-মেয়েদের মেধা বিকাশের একটি বড় মাধ্যম। দেশকে এগিয়ে নিতে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সঙ্গীত চর্চাসহ জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ আমাদের বুকে ধারণ করতে হবে। তার আদর্শ ও দেশপ্রেমে সকলকে উদ্বুদ্ধ করতে হবে। কারণ দেশপ্রেম  ছাড়া বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব নয়।

গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমী মঞ্চে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মদিবস ও জাতীয় শিশুদিবস উপলক্ষে ৩ তিন দিনব্যাপি শিশু আনন্দমেলা ও জেলা বইমেলা ২০১৪’র আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী ও পুরুস্কার বিতরণী পর্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন ও দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদ হোসেন। এর আগে সন্ধ্যায় দামুড়হুদা ওস্তাদ আসমত আলী বিশ্বাসের তত্ত্বাবধানে জেলা সহকারী সমবায় অফিসার হারুন অর রশিদের উপস্থাপনায় শিল্পকলা মঞ্চে নাচে গানে দর্শক মাতিয়ে তোলেন দামুড়হুদা উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পি সাইদুর, বেবী, শহিদ, অন্নি, জন্মা, পূর্ণতা প্রমুখ।