দামুড়হুদা দুর্গাপুর-সদাবরী সড়কে ছিনতাইকারীদের তাণ্ডব
কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদা দুর্গাপুর-সদাবরী সড়কে স্বশস্ত্র ছিনতাইকারীরা তাণ্ডব চালিয়েছে। ছিনতাইকারীরা সড়কে বেরিকেড দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনিয়ে নিয়েছে মোটরসাইকেল ও নগদ দু হাজার টাকা। গতপরশু মঙ্গলবার রাত ১০টার দিকে সদাবরী গ্রামের কামাল উদ্দীনের ছেলে রেজাউল হক মোটরসাইকেলযোগে কুড়ুলগাছি থেকে বাড়িতে যাচ্ছিলো। এ সময় দুর্গাপুর-সড়কে বড়বাগান (কদমখালী) নামক স্থানে পৌঁছুলে ছিনতাইকারীরা ভুট্টাগাছের বোঝা ফেলে রাস্তায় বেরিকেড দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ১টি ১০০ সিসির হিরো হোন্ডা ছিনিয়ে নিয়ে নির্বিঘ্নে চলে যায় ছিনতাইকারীচক্র।