টিপ্পনী

 

খবর:(দর্শনা চিনিকলের ৩ মাড়াই মরসুমের চিনি অবিক্রিত)

 

স্বল্প দামে যায় না বেচা

জটিলতা আইনে কেন,

আমরা আখের আবাদ করেও

কেরুর চিনি খাইনে কেন?

 

বাঁয়ের কথা বললে তবে

সবাই চলে ডাইনে কেন,

অফিসারের পোয়া বারো

যায় না তারা লাইনে কেন?

 

কাজ করে না কাম করে না

তুলছে সবাই মাইনে কেন,

গুদাম ভরা চিনি পচে

সঠিক জবাব পাইনে কে?