ডিঙ্গেদহ প্রতিনিধি: খুলনা বিভাগীয় এন্টি টোবাকো মিডিয়া এলায়েন্স (আত্মা)’র মতবিনিময়সভা গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ঝিনেইদহ এইড কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। ঝিনেইদহ প্রেসক্লাবের সভাপতি ও খুলনা বিভাগীয় আত্মার সভাপতি সাইফুল মাহামুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন আত্মার সদস্য ইটিভির ঝিনেদহ জেলা প্রতিনিধি রায়হান উদ্দিন, চ্যানেল ২৪’র ঝিনেদহ জেলা প্রতিনিধি আব্দুর রহমান মিল্টন, ভোরের ডাকের জেলা প্রতিনিধি আব্দুল হাই, এইড’র ডিডিপি আশবুল হক, বাংলাভিশনের জেলা প্রতিনিধি আশিপ ইকবাল, চুয়াডাঙ্গা দৈনিক মাথাভাঙ্গার প্রতিনিধি ইলিয়াস হোসেন, টিপিসি অ্যাড. তন্ময় কুণ্ড, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সামিম আহাম্মেদ, এটিএন’র জেলা প্রতিনিধি নিজাম জোয়ার্দ্দার বাবু, কুষ্টিয়ার দৈনিক মাতৃভূমির সম্পাদক এমএ জিহাদ, চ্যানেল ২৪ কুষ্টিয়া জেলা প্রতিনিধি শরিফ বিশ্বাস, এইড’র তরিকুল ইসলাম, সমকাল মাগুরা জেলা প্রতিনিধি অলোক বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে খুলনা বিভাগের ১০টি জেলার ২০জন সাংবাদিক এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।