সিজারের প্রার্থিতা প্রত্যাহার ও সমর্থন : ইউপি চেয়ারম্যানদের ঐকমত্য
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মজিবুল হক মালিক মজুর নির্বাচনী মতবিনিময়সভা গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার এহসাননুল হক মালিকের চাতালে অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপি সভাপতি অ্যাড. শামীম রেজা ডালিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু জাফর মন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মজিবুল হক মালিক মজু। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপি দফতর সম্পাদক অ্যাড. আব্দুর রউফ, পৌর বিএনপি সভাপতি শহিদুল ইসলাম রতন, বিএনপি নেতা হাবিবুর রহমান মঙ্গল, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম নজু, আকতার হোসেন, আলী হোসেন, থানা বিএনপি সহসভাপতি মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের যুগ্মআহ্বাহক মোকাররম হোসেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ-উর-জ্জামান সিজার, যুবদল নেতা আবু বক্কর সিদ্দিক আবু, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক এমএ তালহা, যুগ্মআহ্বায়ক জাহেদ মো. রাজীব খান, সোহেল আহমেদ মালিক সুজন, মোমিনুর রহমান মোমিন। এছাড়াও সদর উপজেলা সকল ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক গণ উপস্থিত ছিলেন। নির্বাচন পরিচালনা কমিটির বার্তা প্রেরক জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক মোমিনুর রহমান মোমিন স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে সভায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ-উর-জামান সিজার তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। সেইসাথে মজিবুল হক মালিক মজুর প্রতি সমর্থন জানিয়ে সিজার মজুকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় সদর উপজেলার কুতুবপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম নজু, তিতুদহ ইউপি চেয়ারম্যান আকতার হোসেন ও বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন ঐকমত্য পোষণ করে চেয়ারম্যান প্রার্থী মজিবুল হক মালিক মজুর চিংড়ি প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।