দর্শনা লিটিল এনজেলস স্কুলে পুরস্কার বিতরণকালে এমপি আলী আজগার টগর

 

 

প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়

দর্শনা অফিস: জাতীয় শিশু দিবস উপলক্ষে ক্রিড়া ও সাংস্কৃতিক প্রযোগিতার আয়োজন করে দর্শনা লিটিল এনজেলস ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ। গতকাল সোমবার সকাল ১০টার দিকে বিদ্যালয় চত্বরে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, যে জাতি যতো শিক্ষিত সে জাতী ততোই উন্নত। শিক্ষায় উন্নয়নের মূল চাবিকাঠি, এ কথাটি ভেবেই আজকের প্রজন্মের মননে সু-শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। সেইসাথে লেখাপড়ার পাশাপাশি ছেলে-মেয়েদের খেলা-ধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। খেলা-ধুলা একদিকে যেমন মননশীলতার বিকাশ ঘটায়, খুঁজে বের করে লুকায়িত প্রতিভা, গড়ে তোলে সৃজনশীল ও সাহসী করে। সভাপতিত্ব করেন স্কুলের পরিচালক অন লাইন পত্রিকা শিক্ষাবার্তা ডট কমের সম্পাদক ও প্রকাশক স্বরুপ কুমার দাস। আলোচনা করেন দামুড়হুদা উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, আ.লীগ নেতা শহিদুল ইসলাম, আলী মুনসুর বাবু, বিল্লাল হোসেন, যুবলীগ নেতা আ. হান্নান ছোট, আজিজুর রহমান বাবু, স্কুলের শিক্ষকদের মধ্যে ছিলেন, অধ্যক্ষ বিকাশ কুমার দত্ত, প্রলয় কুমার, সাধন কুমার, রফিক, রিমি, টপি। উপস্থাপনা করেন রেজাউল ও শামীমা। বিচারক মণ্ডলীর দায়িত্বে ছিলেন, শিল্পী ও সাংবাদিক আজিমুদ্দিন আহেম্মদ, মিসেস জাকারিয়া আলম, আজিজুর মাস্টার প্রমুখ। পরে প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন এমপি আলী আজগার টগর।