বর:(৪ দিনের মাথায় কেরুজ হিজলগাড়ি বাণিজ্যিক খামারে অগ্নিকাণ্ড)
খামারে খামারে লেগেছে আগুন
বার বার কেরু পোড়ে
কার চোখে বলো হোড়ে
জানা বোঝা খুব কঠিন এখন
আগুন দিলো কে থোড়ে।
আগুন লেগেছে মাঠে মাঠে আজ
আগুন লেগেছে ক্ষেতে
চোখে পড়ে যেতে যেতে
মধু লুটে খায় গোপনে গোপনে
ভুঁয়ে ভুঁয়ে ফাঁদ পেতে।
ফাঁকিবাজ সব নেতা গোতা লোক
কেরুকে করলো শেষ
লোকে বলে বেশ বেশ
তবুও বহাল তবিয়তে আছে
আহারে মজার দেশ!
-আহাদ আলী মোল্লা