দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা-মাগুরা মহাসড়কের আড়পাড়া নামক স্থান থেকে এক কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রি-পিস আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। গত রোববার দিনগত রাত ২টার দিকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের একটি বিশেষ দল অভিযান চালিয়ে এগুলো আটক করে।
বিজিবি জানায়, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম মনিরুজ্জামানের নেতৃত্বে চুয়াডাঙ্গা-মাগুরা মহাসড়কের আড়পাড়া বেনাপোল সীমান্ত থেকে আসা ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা বলে তিনি জানান।