দামুড়হুদা উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী ফজলুর রহমানের জামানত বাজেয়াপ্ত

 

দামুড়হুদা প্রতিনিধি: বিএনপির ঘাটি হিসেবে চিহ্নিত চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা। আর সেই উপজেলা নির্বাচনে কেন্দীয় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জেলা বিএনপির (অহিদুল গ্রুপ) সহসভাপতি ফজলুর রহমানের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এ দলের ভেতর ও বাইরে চলছে নানা গুঞ্জন। নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী ৮ শতাংশ ভোট না পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হবে বলে জানিয়েছেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সহকারী রিটার্নিং অফিসার ফরিদুর রহমান।

উপজেল নির্বাচন অফিসসূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচন ২০১৪’র তৃতীয় দফায় গত ১৫ মার্চ দামুড়হুদা উপজেল পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলার ১ লাখ ৯৫ হাজার ভোটারের মধ্যে ১ লাখ ৩০ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন কমিশনের শর্ত মোতাবেক নির্বাচনে অংশ নেয়া প্রার্থীকে প্রদত্ত ভোটের শতকরা ৮ ভাগ ভোট পেতে হবে। তা না হলে তার জামানত বাজেয়াপ্ত হবে। প্রদত্ত ১ লাখ ৩০ হাজার ভোটের মধ্যে বিএনপির প্রার্থী ফজলুর রহমান পেয়েছেন মাত্র ৫ হাজার ১০৯ ভোট। সে হিসেবে ফজলুর রহমানের জামানত বাজেয়াপ্ত হবে।