স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এমপি ছেলুন গোল্ডকাপ ক্রিকেটের ১০ম খেলায় ৩০ রানে জয়লাভ করেছে মুন্সিগঞ্জ সংহতি সংঘ। খেলায় শেখ রাসেল ক্রীড়াচক্র, চুয়াডাঙ্গা ও মুন্সিগঞ্জ সংহতি সংঘ মুখোমুখি হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় আলমডাঙ্গা পৌরমাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়।
প্রথমে টসজিতে মুন্সিগঞ্জ সংহতি সংঘ ব্যাট করতে নেমে ৩৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে। জবাবে চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়াচক্র ৩৬ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে। খেলাটি পরিচালনা করেন মাহফুজ মামুন, মনিরুজ্জামান মনি। মাঠে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিহাদি জুলফিক্কার টুটুল, বড় টুটুল, মোমিন। আজ একই মাঠে ১১তম খেলায় অংশগ্রহণ করবে আলমডাঙ্গা সিনিয়র একাদশ ও নাগদাহ অনির্বাণ সংঘ।