স্টাফ রিপোর্টার: উপজেলা নির্বাচনের তৃতীয় পর্বে গোলযোগের কারণে স্থগিত ১৩ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ হবে। এর মধ্যে হাজীগঞ্জ, মুক্তাগাছা ও হিজলার আট কেন্দ্রে চেয়ারম্যান পদে আট কেন্দ্রে পুনঃভোট হবে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে এ বিষয়ে ব্যবস্থা নিতে গতকাল রোববার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার অনুষ্ঠিত ৮১টি উপজেলায় নির্বাচনে ব্যালট বক্স ভাঙচুর, ব্যালট পেপার পোড়ানোসহ নানা কারণে ২৬টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। এর মধ্যে ৭ উপজেলার ১৩ কেন্দ্রে ভোটগ্রহণের প্রয়োজন হচ্ছে না। কারণ ওসব কেন্দ্রের মোট ভোটের চেয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা প্রার্থীদের ভোটের ব্যবধান বেশি। ইসির সহকারী সচিব আশফাকুর রহমান সাংবাদিকদের জানান, চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৬ উপজেলার ১৩টি কেন্দ্রে পুনরায় ভোট হবে। এর মধ্যে চাঁদপুরের হাজীগঞ্জে ২টি স্থগিত কেন্দ্রে চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে, লক্ষ্মীপুরের কলমনগরের ১টি কেন্দ্রে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে, কিশোরগঞ্জের কুলিয়াচরের ১টি কেন্দ্রে ভাইস-চেয়ারম্যান পদে, বরিশালের হিজলা উপজেলায় ৩টি কেন্দ্রে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে, ময়মনসিংহের গৌরীপুরের ৩টি কেন্দ্রে ভাইস-চেয়ারম্যান পদে এবং মুক্তাগাছায় স্থগিত ৩টি কেন্দ্রে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে পুনঃভোট হবে।