স্টাফ রিপোর্টার: উত্তর ভারত নিবাসী উর্মিলা শর্মা গত বুধবার সকালে দুই মাথাসহ এক কন্যা শিশুর জন্ম দিয়েছেন। সিগনাস জেকে হিন্দু হাসপাতালের সিইও ড. আশিষ সেঘাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বাচ্চাটি বর্তমানে সুস্থ আছে বলে তিনি জানিয়েছেন। অর্থের অভাবে ঊর্মিলা ও তার স্বামী নিয়মিত আল্ট্রাসাউন্ড পরীক্ষা করতে পারেননি। ফলে মাত্র দু সপ্তা আগে তারা জানতে পারেন গর্ভের শিশু গুরুতর সমস্যায় ভুগছে। শারীরিকভাবে পরস্পরের সাথে যুক্ত জমজ শিশুদের এ অবস্থা বিরল এক সমস্যা, যাকে চিকিৎসাশাস্ত্রে বলা হয় ডাইসেফ্যালিক প্যারাপ্যাগাস। শিশুটির বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। নিখুঁত আর চ্যালেঞ্জিং সার্জারির মাধ্যমে ওই জমজের জীবন বাঁচানো সম্ভব হতে পারে। তবে সার্জারি প্রক্রিয়ার আগে শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হতে হবে বলে ড. সেঘাল জানান। বাচ্চাটির বাবা-মা দুশ্চিন্তায় দিনাতিপাত করছেন।