স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অ্যাড. এম.এম শাহজাহান মুকুল প্রার্থী হওয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বারের উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন সিনিয়ার আইনজীবী হাজি অ্যাড. সেলিম উদ্দিন খান। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিমের উপস্থাপনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী অ্যাড. এম.এম শাহজাহান মুকুল এ সময় বক্তব্য রাখেন।
অ্যাড. এমএম শাহজাহান মুকুল তার বক্তব্যে বলেন, ১৯৮৯ সালে চুয়াডাঙ্গা বারে যোগদান করেন এবং বার নির্বাচনে একাধিকবার নির্বাচিত হয়ে বিভিন্ন সময়ে কমিটিতে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে তিনবার সাধারণ সম্পাদক পদে ও দু বার সভাপতি পদে দায়িত্ব পালনের সৌভাগ্য হয়েছে। এছাড়া তিনি আরো বলেন, আইনজীবী পরিবারের সদস্য হিসেবে আইনজীবী পরিবার ও তাদের স্বজনদের কাছে দোয়াত-কলম মার্কায় দোয়া প্রার্থনা করেন। এ সময় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলমগীর হোসেন (পিপি), সাবেক সাধারণ সম্পাদক এসএম রফিউর রহমান, আব্দুল ওহাব মল্লিক, হাজি শাহজাহান আলী, হাজি আব্দুস সামাদ, আব্দুস সালাম, সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, আসম আব্দুর রউফ, মঈনুদ্দিন মঈনুল, আব্দুল খালেক ও তালিম হোসেনসহ বারের সদস্যরা উপস্থিত ছিলেন।