আমার দল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সম্মান আমাকে দিয়েছেন তা ভুলবার নয়
স্টাফ রিপোটার: জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে চুয়াডাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। চুয়াডাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, আমার দল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সম্মান আমাকে দিয়েছেন তা ভুলবার নয়, আমি বিশ্বাস করি এলাকাবাসীর দোয়া ও ভালোবাসা ছিলো বিধায় আজ আমি এ সম্মানে ভূষিত হলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন বাকি জীবনটা আপনাদের সেবাই নিজেকে উৎসর্গ করতে পারি। অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে পারি। চুয়াডাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম আসফিয়া বেল্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, ত্রাণ বিষয়ক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, পৌর আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, হাবিবুর রহমান, শাহজামাল, ডা. জহুরুল ইসলাম, আব্দুল মজিদ ও সাবেক ছাত্রলীগের সভাপতি আব্দুর রশিদ প্রমুখ। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সুশীল সমাজ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন মহাইমিনুল হক রকি।