স্টাফ রিপোর্টার: আফগানিস্তানের বিরুদ্ধে সহজ পেয়েছে বাংলাদেশ। টি-২০ ফাইনালের মূলপর্বে খেলার সব শঙ্কা উড়িয়ে দিয়ে এশিয়া কাপে হারের প্রতিশোধ নিলো মুশফিকরা। ১২ ওভারেই ৯ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। বাংলাদেশের পক্ষে এনামুল সর্বোচ্চ ৪৪ রান করেন। ৭৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৫ রানের সময় তামিম ইকবালের একমাত্র উইকেটটি হারায় বাংলাদেশ। তিনি অষ্টম ওভারে সামিউল্লাহর বলে এলবিডাব্লিউ হন। ২৭ বলে ২১ রান করেন তামিম। এর আগে বাংলাদেশের বোলারদের তোপে ১৭.১ ওভারে ৭২ রানেই অলআউট হয়ে গেছে আফগানিস্তান। জয়ের জন্য টাইগারদের সামনে লক্ষ্য দাঁড়িয় ৭৩ রান। এর আগে টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রথম বলেই উইকেট পেলেন মাশরাফি বিন মর্তুজা। তার প্রথম বলটিই হাঁকিয়েছিলেন আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ। কিন্তু বল উঠে যায় উপরের দিকে। দৌড়ে এসে তা লুফে নেন মাহমুদুল্লাহ। ষষ্ঠ ওভারে সাকিব আল হাসান পরপর দুই বলে দুটি উইকেট নেন। সপ্তম ওভারের প্রথম বলে চতুর্থ উইকেট হারায় আফগানরা। দশম ওভারে পঞ্চম উইকেট হারায় তারা। ১২তম ওভারে ষষ্ঠ উইকেটের পতন ঘটে। পরপর ৬ উইকেট হারিয়ে চাপে পড়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানরা। ৫ ওভার শেষে সংগ্রহ ছিলো ৩২/১। এর মধ্যে আল আমিন হোসেন ২ ওভারে দিয়েছেন ১৭ রান। আর মাশরাফি দেন ৮ রান। এর আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে জয় দিয়ে বিশ্বকাপ টি-টোয়েন্টির মিশন শুরু করেন বাংলাদেশের অধিনায়াক মুশফিকুর রহীম।