টিপ্পনী

 

খবর:(বিদ্যুতের মূল্য বুদ্ধি মরার ওপর খাড়ার ঘা)

দফায় দফায় মাসে মাসে

সব জিনিসের দাম বেড়ে যায়

ঘাম বেড়ে যায়

শরীরে;

আহা মরি মরিরে!

 

যা কিনি তাই কাঁটা ফোটায়

ব্যাপক লোকের গায়গতরে

পাই গতরে

বেদনা;

কেঁদো না আর কেঁদো না!

 

চালের বাজার ডালের বাজার

তেলের বাজার খাপছাড়া হয়

হাফ ছাড়া হয়

কিনতে;

ভুল কোরো না চিনতে!

 

-আহাদ আলী মোল্লা