স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকায় আগ্রাবাদ ভূমি অফিস পরিদর্শনে গিয়ে দু কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, এক কর্মচারীকে বদলি এবং অবৈধভাবে সরকারি জমি দখলে রাখায় দুজনকে আটকের নির্দেশ দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। গতকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে ভূমি অফিসে যান চট্টগ্রামের এ সংসদ সদস্য। অফিস পরিদর্শনের সময় বিভিন্ন দাপ্তরিক নথিপত্রও দেখেন তিনি। ওই কার্যালয়ে এমএলএসএস পদে আনিসুল ইসলাম প্রায় চার বছর ধরে কর্মরত আছেন শুনে তাকে বদলির আদেশ দেন প্রতিমন্ত্রী। এরপর ভূমি অফিসের পশ্চিমে সরকারি মালিকানাধীন একটি পুকুরের দখল হয়ে যাওয়া জমি পরিদর্শনে যান জাবেদ। এ সময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা জানান, পুকুরটি দীর্ঘ দিন ধরে স্থানীয় একাধিক ব্যক্তি দখলে রেখে পর্যায়ক্রমে ভরাট করে ফেলেছে। ভূমি প্রতিমন্ত্রীর পরিদর্শনের সময় স্থানীয় অলক খাস্তগীর (৪৫) নামের এক ব্যক্তি নিজেকে পুকুরের একাংশের মালিক পরিচয় দেন। এ বিষয়ে সরকারের বিরুদ্ধে তিনি একটি মামলা করেছেন বলেও জানান। নথিপত্র যাচাই শেষে পুকুরের সরকারি মালিকানা নিশ্চিত হওয়ার পর ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশে অলক খাস্তগীরকে আটকের নির্দেশ দেন। এসময় প্রতিমন্ত্রীর সাথে থাকা পুলিশ তাকে আটক করে। এরপর ভূমি অফিসের লাগোয়া সরকারি জমিতে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করায় আবদুস শুক্কুর নামের একজনকেও আটক করে পুলিশ। সরকারি জমি দখলের বিষয়ে সচেতন না থাকায় আগ্রাবাদ ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) এম জয়নাল ও সহকারী তহশিলদার রণ কান্তি শীলকে সাময়িক বরখাস্ত করেন প্রতিমন্ত্রী।