সরোজগঞ্জ প্রতিনিধি: জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ বহালগাছি গ্রামের আক্কাচ আলীর ছেলে কৃষক সাইফুল ইসলামকে (৪০) কোঁদালের পাশি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। আহত সাইফুলকে সরোজগঞ্জ বাজারে এক ডাক্তারের নিকট চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে।
জানা গেছে, সরোজগঞ্জ বহালগাছির গ্রামের আক্কাচ আলীর ছেলে সাইফুল ইসলামের সাথে একই গ্রামের রেজাউলের ছেলে বরকত আলীর জমিতে পানি দেয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বরকতের হাতে থাকা কোঁদালের পাশি দিয়ে পিটিয়ে জখম করে সাইফুলকে।