খবর:(চুয়াডাঙ্গার কয়েকটি সড়কের সরকারি গাছ উধাও হয়ে যাচ্ছে)
খাও বাবা খাও আজান দিয়ে
কেউ তোমাকে ধরবে না আর,
নেতার বাড়ি খাট পাঠালে
লাল দালানে ভরবে আর।
অফিসারের চামচা হোয়ো
কেউ তোমাকে বকবে না আর,
ক্ষমতাসীন মামা ধেরো
সারাজীবন ঠকবে না আর।
ঘুষ ঘাষালি সেলামি দাও
বিপদ ফাঁড়া আসবে না আর,
আমলা খুশি মামলা গায়েব
জিন্দেগিতে ফাঁসবে না আর।
-আহাদ আলী মোল্লা