মাথাভাঙ্গা মনিটর: বৃটেনের বিখ্যাত রাজনীতিবিদ টনি বেন মারা গেছেন। কতকাল শুক্রবার তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮৮ বছর বয়সে তিনি তার বাসভবনে মৃত্যুবরণ করেন। ব্রিটিশ লেবার পার্টির এ রাজনীতিক দেশটির রাজনীতিতে ছিলেন প্রভাবশালী। ব্রিটিশ রাজনীতিতে বামপন্থী ধারায় একজন প্রভাবশালী নেতা ছিলেন। টনি বেন ব্রিটশ পার্লামেন্টে ৫০ বছর ধরে এমপি ছিলেন।