ভারতে পাচার হওয়া ৪১ কেজি সোনা আটক

 

মাথাভাঙ্গা মনিটর: সাতক্ষীরা সীমান্তের বিপরীতে ভারতের বসিরহাট থেকে ৪৫ কেজি সোনা আটকের চার দিনের মাথায় কলকাতায় আরও ৪১ কেজি সোনার বিস্কুট জব্দ করেছে সে দেশের আইনপ্রয়োগকারী সংস্থা। বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচার হওয়া এ সোনা চোরাচালানি বসিরহাটের বারিক বিশ্বাস গ্রেফতারের দুদিনের মাথায় জামিন লাভ পেয়েছে। জানা গেছে, গত ৯ মার্চ বসিরহাট দেগঙ্গা এলাকা থেকে ৪৫ কেজি সোনার বিস্কুটসহ বসিরহাটের  বারিক বিশ্বাস ও তার গাড়ি চালক মোকসেদ মোল্লা গ্রেফতার হন। বারিক বিশ্বাস সাতক্ষীরা জেলা ও  ভারতের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা সীমান্ত বরাবর ভারতীয় গরু পাচার সিন্ডিকেটের প্রধান।