মাথাভাঙ্গা মনিটর: চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের রাজধানী চাংসার এক বাজারে ছুরি হাতে মারামরিতে ৬ জন নিহত হয়েছেন। হামলাকারীদের একজন পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে জানানো হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে স্থানীয় একটি বাজারে ফেরিওয়ালাদের মধ্যে তর্কাতর্কি থেকে এ ঘটনার সূত্রপাত।