চুয়াডাঙ্গা হাতিকাটার সাইকেল মেকার আস্তানা গেড়েছেন নির্জন মাঠে
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা হাতিকাটা গ্রামের সাইকেল মেকার এখন মস্ত বড় কবিরাজ। গ্রামের হাতিকাটা-বেলেপাড়া মাঠের মাঝামাঝি গাছের নিচে তিনি আস্তানা বানিয়ে প্রতারণার ফাঁদ পেতে বসেছেন। সেখানে গেলেই নাজরানার নামে পাঁচ টাকা হাতিয়ে নেয়া হয়। কবিরাজ মুকুল সাইকেল মেরামত ছেড়ে দেয়ার চিন্তা-ভাবনা করছেন। প্রতি শুক্রবার ওই নির্জন আস্তানায় বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষেরা চিকিৎসা নিতে আসে সেখানে।
এলাকাসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা গ্রামের মাহাতাব জোয়ার্দ্দারের ছেলে মুকুল হোসেন পেশায় একজন সাইকেল মেকার। তিনি হাতিকাটামোড়ে প্রতিদিন বাইসাইকেল মেরামত করেন। তবে গত দু বছর ধরে প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্জন মাঠের আস্তানায় চিকিৎসার নামে প্রতারণা করছেন। অভিযোগকারীরা জানান, সাইকেল মেকার মুকুল একজন ভণ্ড কবিরাজ। তিনি পানি পড়া ও তেল পড়ার নামে বিভিন্ন এলাকা থেকে আসা নারী-পুরুষের সাথে প্রতারণা করছেন। কেউ কেউ অভিযোগ করেছেন মুকুল আস্তানায় বসেই বিভিন্ন প্রকার নেশা করেন। গতকাল শুক্রবার বিকেলে সাড়ে ৩টার দিকে দৈনিক মাথাভাঙ্গার দু সাংবাদিক মুকুলের আস্তানায় গেলে মুকুল নিজেই স্বীকার করেন তিনি তাড়ি খাওয়া অবস্থায় আছেন। পত্রিকায় তার আস্তানার ছবি যাতে না ছাপা হয় এ জন্য তিনি সাংবাদিকদেরকে বিভিন্ন রকম হুমকি দেন। এলাকার সচেতন লোকজন বলেছে, শিগগিরই মুকুলের এ অবৈধ আস্তানা উচ্ছেদ করা দরকার। তা না হলে দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষের চিকিৎসার নামে প্রতারিত হবে। মুকুলের আস্তানায় গেলেই নাজরানা হিসেবে পাঁচ টাকা দিতে হয় বলে মুকুল নিজে জানালেও বাইরে থেকে আসা ব্যক্তিরা জানান, বিভিন্ন কৌশলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন মুকুল। বিষয়টি খতিয়ে দেখে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে বলে ভুক্তভোগী এলাকাবাসী আশা করেন।