জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গা জামজামির হুগলারদাড়ি গ্রামে দু প্রতিবেশীর মাঝে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে দরিদ্র কৃষক পরিবারের ওপর চড়াও হয়ে সস্ত্রীক কৃষক আতিয়ারকে (৫৫) বাটামপেটায় আহত করা হয়েছে।
অভিযোগসূত্রে জানা গেছে, আলমডাঙ্গা জামজামির হুগলারদাড়ি গ্রামের মৃত মোবারক আলীর ছেলে দরিদ্র কৃষক আতিয়ার (৫৫) গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে শিশু পোতাছেলেকে নিয়ে খেলা করছিলো। আকস্মিক শিশুর ছুড়ে দেয়া লাঠি দাদার কপালে লাগলে সে তেড়ে যায় তাকে ধরতে। এ সময় শিশুটি কাঁদতে শুরু করলে উপস্থিত প্রতিবেশী জাফর পক্ষের লোকজনেরা ছুটে এসে গালমন্দ করতে থাকে। এ সময় জাফরের ছেলে আলমসহ (৩৫) ৫/৭ জন আতিয়ারকে বাটামপেটা করে। তাকে বাঁচাতে স্ত্রী রাশিদা (৪০) ছুটে এলে তাকেও বাটামপেটা করা হয়। মুমূর্ষু অবস্থায় দুজনকে উদ্ধার করে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে পরিবার জানিয়েছে।