৬৪ ফুট মাটির নিচ থেকে গৃহবধূর লাশ উদ্ধার

 

স্টাফ রিপোর্টার: কুমিল্লার দেবিদ্বারে পুলিশ এবং উদ্ধারকর্মীদের ৬ দিনের শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযানে প্রায় ৬৪ ফুট মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে ছেচড়াপুকুরিয়া গ্রামের গৃহবধূ শাহিনার গলিত লাশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার টুটুল চক্রবর্তীর উপস্থিতিতে শাহিনার গলিত লাশ উদ্ধার করা হয়। জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি গভীর রাত থেকে নিখোঁজ হন গৃহবধূ শাহিনা। ৯ ফেব্রুয়ারি তার ভাই দেবিদ্বার থানায় সাধারণ ডায়েরি করেন। পরে পুলিশ শাহিনার মোবাইল কল লিস্ট এবং এলাকায় অনুসন্ধান করে একই গ্রামের আবদুল করিমকে গত ৬ মার্চ রাতে আটক করে। পরে সে পুলিশের জিজ্ঞাসাবাদে শাহিনাকে আরো ২ ঘাতক নিয়ে হত্যার কথা স্বীকার করলে রাতেই পুলিশ ঘাতকের বাড়ির অদূরে নলকূপ এলাকায় পুলিশ মোতায়েন করে। ৭ মার্চ থেকে সেখানে খকন কাজ শুরু হয়। লাশ উদ্ধারে আনা হয় ভারী যন্ত্রপাতি ও একটি বিশেষজ্ঞ টিম। গত ৯ মার্চ  কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শফিকুল ইসলামের নিকট এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় খুনী আবদুল করিম। টানা ৬ দিন খননের পর বৃহস্পতিবার উদ্ধার করা হলো ৩ সন্তানের জননী শাহিনার লাশ।