১৬ মার্চ বামমোর্চার জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও

 

স্টাফ রিপোর্টার: বিদ্যুতের মূল্যবৃদ্ধিও কুইক রেন্টাল, বিদ্যুতখাতে সীমাহীন দুর্নীতির প্রতিবাদে ১৬ মার্চ জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করবে গণতান্ত্রিক বামমোর্চা। জাতীয় প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি শেষে দুপুরে বামমোর্চার সমন্বয়কারী অধ্যাপক আব্দুস সাত্তার এ কর্মসূচি ঘোষণা করেন। আব্দুস সাত্তার বলেন, ‘সরকার নিজেদের সীমাহীন দুর্নীতি আড়াল ও নতুনভাবে কমিশন বাণিজ্য করতে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সরকারের সীমাহীন দুর্নীতির দায় জনগণ নেবে না। বিদ্যুতের মূল্যবৃদ্ধি মানি না। বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১৬ মার্চ জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করা হবে। তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচন কীভাবে হয়েছে, সরকার কীভাবে ক্ষমতায় এসেছে তা কারও অজানা নয়। ক্ষমতায় এসেই সরকার মার্কিন-ভারতের স্বার্থে বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত আন্দোলন করতে ব্যর্থ হয়েছে বলে মনে করবেন না, জনগণ আন্দোলনে নামবে না।