মেহেরপুর অফিস: মেহেরপুর পৌরসভার খড়ের মাঠে অবস্থিত বিসিক শিল্পনগরী ও নির্মাণাধীন কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ভবনের মাঝ দিয়ে রাস্তা নির্মাণের দাবিতে মৌন মিছিল করেছেন পাঁচটি গ্রামের মানুষ। দাবি আদায়ে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌরসভায় অবস্থান নেন তারা। রাস্তা নির্মাণে পৌর মেয়র তাদের আশ্বস্থ করেছেন।
মেহেরপুর শহরের অদূরে মেহেরপুর-কুষ্টিয়া প্রধান সড়কের পাশে বিসিক শিল্পনগরী অবস্থিত। বিসিকের পাঁচিলের পূর্বপাশে নির্মাণ হচ্ছে কারিগরী প্রশিক্ষণকেন্দ্র ভবন। ভূক্তভোগীরা জানান, বিসিক ও টিটিসি’র পেছনে কয়েকশ’ একর চাষের জমিতে যাওয়া-আসা করেন দিঘিরপাড়া, গোপালপুর, রামনগর, বসন্তপুর ও মেহেরপুর শহর এলাকার চাষিরা। ভবন নির্মাণের কারণে কৃষকের যাতায়াতের কোনো পথ থাকছে না। অন্যদিকে ওই জমিতে অনেকেই বাড়ি নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন কিন্তু রাস্তা না থাকায় থমকে আছে। তাই বিসিক-টিটিসি ভবনের মাঝামাঝি কিংবা টিটিসি ভবনের পূর্ব পাশ দিয়ে রাস্তা নির্মাণ জরুরি হয়ে পড়েছে। এ দাবিতে ভুক্তভোগীরা মৌন মিছিল করে মেহেরপুর পৌরসভা চত্বরে অবস্থান নেয়। মেহেরপুর পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু তাদেরকে আশ্বস্থ করেন, রাস্তা নির্মাণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। মেয়রের এমন আশ্বাসে বাড়ি ফিরে যায় অবস্থানকারীরা।