টিপ্পনী

 

খবর:(দর্শনা রেল ইয়ার্ডে লুটেরাচক্রের তাণ্ডব অব্যাহত)

 

লুটেরাদের লম্বা মোটা হাত

নির্ভয়ে তাই করছে বাজিমাত

বলছি নাতো ঝুট,

করছে ওরা লুট।

 

দফায় দফায় ফোলায় কারা পেট

মেরে কেটে যাচ্ছে হয়ে শেট

যায় দেখা আজ কাল,

লুটছে কারা মাল।

 

ওদের জ্বালায় ঝালাফালা কান

ও ছি ছি থাকলো না আর মান

খুঁজে দেখো কাছে,

নেতার মদদ আছে।

 

-আহাদ আলী মোল্লা