স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রউফুন নাহার রিনা জেলার তৃণমূল নেতা-কর্মীদের বাস্তব অবস্থা বিচার করে উপজেলা পরিষদে চারটি উপজেলায় প্রতিটি পদে একজন করে যোগ্য প্রার্থী নির্বাচন এবং ভোট দিয়ে বিজয় ছিনিয়ে আনার দাবি করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের সিনেমাহল পাড়াস্থ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মহিলা দলের নেত্রী জাহানার বেগম ও মনিরা আফরোজ।
সংবাদ সম্মেলনে রউফুন নাহার রিনা লিখিত বক্তব্যে আরো বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ দেশের সকল রাজনৈতিক নেতৃত্বের কাছে আগামী জাতীয় সংসদসহ সকল স্থানীয় নির্বাচনে নারীদের ৩৩ শতাংশ আসনে সরাসরি ভোটে অংশগ্রহণ করার সুযোগ দাবি করেন। তিনি আরো বলেন, শুধুমাত্র নারী হওয়ার কারণে দল আমাকে মনোনয়ন দেয়নি। পুরুষ শাসিত সমাজে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রেখেও নারীরা যে সর্বক্ষেত্রে বৈষম্যের শিকার এটা তার উজ্জ্বল দৃষ্টান্ত। উল্লেখ্য, রউফুন নাহার রিনা সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্ত দল থেকে সমর্থন না পাওয়ায় গত ১২ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।