গাংনীর মঠমুড়া ইউপি সচিবের কক্ষে ভাঙচুর

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার মঠমুড়া ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে ভাঙচুর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কয়েক যুবক জন্ম নিবন্ধন কার্ড নিতে গিয়ে এ ভাঙচুর চালায়।

জানা গেছে, বাওট গ্রামের আইনাল হকের ছেলে মুকুল হোসেন ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন কার্ড নিতে যান। সচিব আব্দুল কাফি তাদের জানান, দ্বিতীয় বার কার্ড নিলে আগে আবেদন করতে হয়। এ কথা শুনে ক্ষিপ্ত হয়ে ফিরে আসেন মুকুল। পরে একই গ্রামের উজ্জ্বল, ওল্টু, লিটন ও সবুজকে সাথে নিয়ে ইউটি ভবনে যান মুকুল। এ সময় তর্ক-বিতর্কের এক পর্যায়ে সচিবের কক্ষের টেবিলে ভাঙচুর করে। সচিব আব্দুল কাফি জানান, উনার মাথায় সমস্যা আছে বলে মনে হয়। উনি নীতিমালা না মেনে লোকজন নিয়ে এসে ভাঙচুর করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।