কোটচাঁদপুরে শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও স্বল্পদৈর্ঘ্য চলচিত্র প্রদর্শন

 

কোটচাঁদপুর প্রতিনিধি: শিক্ষা ক্ষেত্রে সরকারের আন্তরিকতার কারণে শিক্ষায় অভূতপূর্ব সাফল্য এসেছে। ২৬ হাজার স্কুল সরকারি করণ করা হয়েছে। শিক্ষা সপ্তা উপলক্ষে কোটচাঁদপুরে শিক্ষা মেলায় যে সমস্ত স্টল দেয়া হয়েছে তা দেখে আমার মনে হয়েছে আমরা সফল হয়েছি। গত বুধবার শিক্ষা সপ্তার আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার দেবপ্রসাদ পাল সভাপতির বক্তব্যে একথা বলেন। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনাসভার শুরুতে স্বাগতিক বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শরিফুন্নেছা মিকি, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান একরামুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি হক, সহকারী শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, শিক্ষক ওয়াছির আলম। আলোচনাসভা সঞ্চালন করেন সহকারী শিক্ষা অফিসার জহুরুল ইসলাম। আলোচনাসভার পূর্বে এক বর্ণাঢ্য ৱ্যালি বের করা হয়।